ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ৬০ জন ভর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ডেঙ্গু: সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ৬০ জন ভর্তি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল

ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একইসঙ্গে হাসপাতালটিতে এক নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এখনই বলা যাবে না। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য দেন।

তিনি বলেন, আমাদের হাসপাতালে মোট দুই হাজার ৪৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এ পর্যন্ত চিকিৎকা নিয়েছেন।

এর মধ্যে দুই হাজার ১১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

তিনি এও বলেন, সবমিলে হাসপাতালে এ রোগে ভর্তি আছেন ৩২৮ জন। এর মধ্যে পুরুষ ১০১, নারী ১০৪ ও শিশু ১২৩ জন। আর গত ২৪ ঘণ্টায় ৬০ জন ডেঙ্গু রোগী এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিচালক বলেন, বিকেলে এক নারীর মৃত্যু ছাড়া এ হাসপাতালে ডেঙ্গু রোগে এ পর্যন্ত মারা গেছেন ছয়জন। আর ওই নারীর মৃত্যু ডেঙ্গু রোগে হয়েছে কি-না, সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।