ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২৯৫, চিকিৎসাধীন ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ২৯৫, চিকিৎসাধীন ২৩

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১০ জন। এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ২৯৫। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ২৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২ জন এবং চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে ৬০ জনকে। 

শুক্রবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

শেখ ফজলে রাব্বি জানান, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ২৯৫।

এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২ জন এবং চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৬০ জনকে।

ডেঙ্গু রোধে জেলাজুড়েই নানান কর্মসূচি নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে রোগীদের পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ১২জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, শ্রীনগরে তিনজন, লৌহজংয়ে তিনজন, টংগিবাড়ীতে দুইজন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।