ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ঢামেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত নারীর মৃত্যু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

ঢাকা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মুন্নি বেগম (৫২) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে মেডিসিন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মুন্নি বেগমের ছেলে ইমরান হোসেন জানান, তারা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় থাকেন।

তার মায়ের গত ৯দিন ধরে জ্বর ছিল। পাশাপাশি শরীরেও ব্যথা ছিল। স্থানীয় একটি হাসপাতালে রক্ত পরীক্ষা করা হলেও ডেঙ্গু ধরা পড়েনি। গত পরশু তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। তখন রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে তার মায়ের মৃত্যু হয়।

ঢামেকের প্রশাসনিক ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, সকালে মেডিসিন ওয়ার্ডে ওই নারী মারা গেলে নিয়ম অনুযায়ী মর্গ অফিসের রেজিস্ট্রার খাতায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ডেথ সার্টিফিকেটে চিকিৎসক উল্লেখ করেছেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মুন্নীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।