ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে সাড়ে ৪ লাখ শিশু খাবে ‘ভিটামিন-এ’ ক্যাপসুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
সিলেটে সাড়ে ৪ লাখ শিশু খাবে ‘ভিটামিন-এ’ ক্যাপসুল

সিলেট: জাতীয় ‘ভিটামিন-এ’ ক্যাম্পেইনে সিলেটে শনিবার (১১ জানুয়ারি) ৪ লাখ ৬০ হাজার ৬৬০ শিশুকে ‘ভিটামিন-এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।   
 

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ শিশুকে একটি করে ‘নীল’ এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ শিশুকে একটি করে ‘লাল’ রংয়ের ট্যাবলেট খাওয়ানো হবে।  
 
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নগরের চৌহাট্টাস্থ নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেটের সিভিল সার্জন ডা. পেমানন্দ মণ্ডল এ তথ্য জানান।


 
তিনি বলেন, সিটি করপোরেশন ছাড়া এবার জেলার ১২টি উপজেলায় মোট ২ হাজার ৪২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৪ হাজার ৮৫৬ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবেন। তাদের তদারকি করবেন বিভিন্ন স্তরের ১ হাজার ৯ জন কর্মকর্তা।
 
শিশুদের ভরাপেটে ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য পরামর্শ দেন সিভিল সার্জন পেমানন্দ মণ্ডল।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এনইউ/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।