ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দিনাজপুরে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা ২ জন আশঙ্কামুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
দিনাজপুরে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা ২ জন আশঙ্কামুক্ত

দিনাজপুর: বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস সন্দেহে দিনাজপুরে হোম আইসোলেশনে রাখা ২ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সিভিল সার্জন।

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি চীনের জেজিয়াং প্রদেশ থেকে মালয়েশিয়া হয়ে তারা বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। তারা দিনাজপুর সদর উপজেলার উপশহর এলাকার বাসিন্দা।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বাংলানিউজকে জানান, চীন থেকে ফেরত আসা ওই শিক্ষার্থী ও তার বাবা বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হন। ১০ মার্চ রাতে সিভিল সার্জন অফিসের একটি মেডিক্যাল দল তাদের বাড়ি গিয়ে দুইজনেক হোম আইসোলেশনে রাখে। পরবর্তীতে আইইডিসিআর’র দায়িত্বে থাকা একটি দল তার নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। পরে ঢাকা আইইডিসিআর জানায়, তারা দুইজন আশঙ্কামুক্ত। তারপরও তাদের তদারকির মধ্যে রাখা হচ্ছে। এছাড়া দিনাজপুরে আর কোনো করোনা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।