ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

সরাসরি আইইডিসিআরে এলে নমুনা নেওয়া হবে না: ফ্লোরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, মার্চ ১৬, ২০২০
সরাসরি আইইডিসিআরে এলে নমুনা নেওয়া হবে না: ফ্লোরা

ঢাকা: করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) না আসার অনুরোধ  জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এ অনুরোধ জানান প্রতিষ্ঠানটির পরিচালক।

তিনি বলেন, আপনারা সরাসরি আইইডিসিআরে আর নমুনা পরীক্ষার জন্য আসবেন না।

আসলেও নমুনা নেওয়া হবে না।

এসময় তিনি হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন।

এদিকে দেশে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নতুন তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু। এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন দুজন। সর্বমোট ৫ জন রোগী হাসপাতলে আছে। এ পর্যন্ত দেশে ৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশন আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে আছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।