মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বাংলানিউজকে জানান, সাতক্ষীরায় বিদেশ থেকে আসা ১৩ জনকে তাদের নিজ নিজ বাড়ি ১৪ দিনের পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
তিনি জানান, পর্যবেক্ষণে থাকা ওই ১৩ জনের কেউ যেন বাইরে ঘোরাফেরা না করেন সেজন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যক্তির ওপর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গ্রাম্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি রাখছেন। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস