ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় বিদেশফেরত ১৩ জন কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
সাতক্ষীরায় বিদেশফেরত ১৩ জন কোয়ারেন্টাইনে

সাতক্ষীরা: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সংক্রমণরোধে সাতক্ষীরায় বিদেশ থেকে আসা ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টা পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বাংলানিউজকে জানান, সাতক্ষীরায় বিদেশ থেকে আসা ১৩ জনকে তাদের নিজ নিজ বাড়ি ১৪ দিনের পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় তিনজন, আশাশুনি উপজেলায় দু’জন, কালিগঞ্জ উপজেলায় ছয়জন, দেবহাটা উপজেলায় একজন ও শ্যামনগর উপজেলায় একজন রয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে।  

তিনি জানান, পর্যবেক্ষণে থাকা ওই ১৩ জনের কেউ যেন বাইরে ঘোরাফেরা না করেন সেজন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যক্তির ওপর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গ্রাম্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি রাখছেন। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।