ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নতুন ছয়টি মেডিক্যাল নিয়ে মাস্টারপ্ল্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
নতুন ছয়টি মেডিক্যাল নিয়ে মাস্টারপ্ল্যান

ঢাকা: স্বাস্থ্য খাতের উন্নয়ন ও দক্ষ ডাক্তার তৈরির উদ্দেশ্যে দেশে আরও ছয়টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ নিয়ে মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ‘ফিজিবিলিটি স্টাডি ফর এস্টাবলিশমেন্ট অব সিক্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালস’ শীর্ষক সমীক্ষা প্রকল্প সম্পন্ন হয়েছে।

মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে ৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে। এ সমীক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য শিক্ষা ও সেবার জন্য হবিগঞ্জ, নওগাঁ, নেত্রকোনা, নীলফামারী, রাঙামাটি ও মাগুরা জেলায় প্রস্তাবিত ৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনে একাডেমিক ভবনসহ নানা প্ল্যান বাস্তবায়ন। বর্তমানে ছয়টি কলেজে নিজস্ব প্রচেষ্টায় একাডেমিক কার্যক্রম চলমান। তবে ভবন নেই বলা চলে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ৬টি আলাদা প্রকল্প নেওয়া হবে। সম্ভাব্য সমীক্ষাসহ অন্যান্য প্রতিবেদনসমূহ প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

৬টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য জমির পরিমাণ কম-বেশি ২৫ একরের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা যাচাই প্রকল্পের মূল কার্যক্রম সম্পন্ন হয়েছে। মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান কোন এলাকায় অবস্থিত, মূল সড়কের সঙ্গে সংযোগের বর্ণনা, সংশ্লিষ্ট জেলার ডিসি অফিস এবং সিভিল সার্জন অফিস থেকে দূরত্ব ইত্যাদি তথ্য সুনির্দিষ্টভাবে সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন ও মাস্টারপ্ল্যানে উল্লেখ থাকবে বলে জানায় স্বাস্থ্যসেবা বিভাগ।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, দেশে নতুন করে আরও ছয়টি মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন করা হচ্ছে। বর্তমানে এখানে ক্লাস হচ্ছে একাডেমিক ভবন ছাড়াই। মূল প্রকল্প নেওয়ার আগে আমরা একটা সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছি। সমীক্ষা প্রকল্পের আওতায় আমরা মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করব। একাডেমিক ভবনসহ সকল কিছুই থাকবে মাস্টারপ্ল্যানে। তবে দেশের কৃষি ভূমি সাশ্রয়ে এগুলো ২৫ থেকে সর্বোচ্চ ৩০ একর জমির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।