ঢাকা: ঢাকা মেডিক্যালে করোনা টিকা নিয়েছে মোট নয় হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬২৬ ও নারী তিন হাজার ৭৫০জন।
২৮ জানুয়ারি প্রথম ঢাকা মেডিক্যালে টিকার দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরপরে দ্বিতীয় দফায় সাত ফেব্রুয়ারি টিকা দেওয়ার কার্যক্রম ধারাবাহিকভাবে শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয় হাজারের বেশি মানুষের মধ্যে টিকা দেওয়া হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে টিকার স্থল থেকে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, প্রতিদিন টিকা দেওয়ার লোকজনের সংখ্যা বাড়ছে। আমরা এসএমএস এর সংখ্যা বাড়িয়ে দিয়েছি। ৩ মার্চ পর্যন্ত এসএমএস দেওয়া আছে। এইটা ধারাবাহিকভাবে চলছে। নিয়ম অনুযায়ী সবাই টিকা নিয়ে আধাঘণ্টা বিশ্রামের পরে হাসপাতাল ত্যাগ করছে।
তিনি আরও জানান, নির্দেশনা অনুযায়ী টিকা নেওয়ার জন্য স্পট নিবন্ধন বন্ধ করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় দুই একজনকে দেওয়া যায়। প্রতিবন্ধী মানুষদের বিশেষ বিবেচনায় টিকা দেওয়া হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এজেডএস/কেএআর