মৌলভীবাজার: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬টি। যার মধ্যে পজিটিভ আসে ১৪ জনের। করোনা শনাক্তের হার ৩০ শতাংশ।
নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে রাজনগর উপজেলায় এক জন, কুলাউড়া উপজেলায় এক জন, কমলগঞ্জ উপজেলায় তিন জন, শ্রীমঙ্গল উপজেলায় এক জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আট জন রয়েছেন।
২০২০ সালের ২০ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ২২২ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ২৭ জন এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৬ জন বলে জানান তিনি।
মৃত্যুবরণকারী সেই ২৬ জন রোগীর মধ্যে সদর হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের পাঁচ জন, রাজনগরে দুই জন, কমলগঞ্জের দুই জন, জুড়ীতে দুই জন, কুলাউড়ায় এক জন এবং বড়লেখায় এক জন মারা গেছেন।
২০২০ সালের ২০ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭১ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিন জন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
বিবিবি/কেএআর