খুলনা: খুলনায় করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুর আগের চেয়ে অনেকটা কম।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল,খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার খুলনার হাসপাতালে ৪জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমানও জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যাননি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যান নি।
এছাড়া সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রেও জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এমআরএম/এসআইএস