ঢাকা: একদিকে করোনার থাবায় নাজেহাল দেশ। অন্যদিকে জোরেসোরে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ১০৩ জন রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর হয়েছে।
রাজধানী শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালেও বেহাল দশা। সরেজমিনে সেখানের চিত্র তুলে এনেছেন বাংলানিউজের সিনিয়র ফটোগ্রাফার শোয়েব মিথুন
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
কেএআর