ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দু’জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ১১ জনসহ মোট ১৫৮ জন রোগী ভর্তি রয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৮৪টি নমুনার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৮ জন ও আরটিপিসিআর টেস্টে ৮৫ জনসহ মোট ১০৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত ময়মনসিংহে মোট ২১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭১৩ জন। বতর্মানে জেলার বিভিন্ন হাসপাতাল ও নিজ বাসভবনে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসআরএস