ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

কুমিল্লায় আক্রান্তের হার ৫ শতাংশের নিচে, মৃত্যু নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
কুমিল্লায় আক্রান্তের হার ৫ শতাংশের নিচে, মৃত্যু নেই ছবি: সংগৃহীত

কুমিল্লা: গত চব্বিশ ঘণ্টায় কুমিল্লায় করোনায় আক্রান্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন।

জানা গেছে, সোমবার ৩৭৮টি নমুনার ফল আসে। এরমধ্যে করোনা শনাক্ত রোগী পাওয়া যায় ১৭ জন। জেলায় আক্রান্তের হার চার দশমিক পাঁচ শতাংশ। গত দু’ মাসে কুমিল্লায় এটাই সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সাতজন, আদর্শ সদর, সদর দক্ষিণ, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, বরুড়া, মুরাদনগর, তিতাস ও চান্দিনার একজন করে এবং লাকসামের তিনজন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮হাজার ৬৯৫জন। মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার জন। মৃত্যুবরণ করেছেন মোট ৯৩৩জন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।