ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে করোনা পজিটিভ কোনো রোগীর মৃত্যু হয়নি আজ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ভর্তিসহ সোমবার সকাল পর্যন্ত ৯৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন আছেন ১২ জন।
এছাড়া রোববার সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ১২৪ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৬টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা শনাক্তের হার ৭ শতাংশ।
তিনি আরও জানান, সোমবার সকাল পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৯৯ জন।
এছাড়াও জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৮৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮৮১ জন হোম আইসোলেশনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
আরএ