রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া বাকি সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে, নওগাঁর দুজন এবং কুষ্টিয়া জেলার একজন রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে মোট ১৩৮ জনের মৃত্যু হলো।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আগস্টে ৩৬৪ জন, জুলাইয়ে ৫৩১ জন এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের মোট ২৪০টি ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি রোগী আছেন ১২৩ জন।
এদিকে গতকাল মঙ্গলবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে জেলার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার আবারও বেড়ে ৭ দশমিক ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এসএস/আরএ