ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে ফেনীতে ৪ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১
করোনা উপসর্গ নিয়ে ফেনীতে ৪ মৃত্যু ফেনী জেনারেল হাসপাতাল

ফেনী: করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ফেনী জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) ও আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে।  

রোববার (১০ অক্টোবর) সকাল থেকে সোমবার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

 

এ তথ্য নিশ্চিত করে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বাংলানিউজকে জানান, মারা যাওয়া ব্যক্তিদের জ্বর, সর্দি-কাশিসহ শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এছাড়া করোনার জন্য নির্ধারিত ১৫০ শর্য্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে ৬৬ জন রোগী চিকিৎসাধীন। এদের সবাইকে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। ভর্তি করোনা রোগী রয়েছেন তিনজন ও উপসর্গবাহী রয়েছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২১ 
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।