ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

মমেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
মমেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ‍্যে করোনায় কেউ মারা যায়নি।

 

রোববার (২৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকাল পারর্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, আইসিইউতে ১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৮০ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।