ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

জাপান থেকে এলো আরও ৭ লাখ টিকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জাপান থেকে এলো আরও ৭ লাখ টিকা

ঢাকা: জাপান থেকে আরও ৭ লাখ ১০ হাজার ৪০০ টিকা ঢাকায় এসেছে।  

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ১০ হাজার ৪০০ অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান ঢাকায় এসেছে। এর আগে ১৪ ডিসেম্বর জাপান থেকে ৭ লাখ ৮৮ হাজার ২০০ টিকার চালান দেশে পৌঁছে। এ নিয়ে দ্বিতীয় দফায় জাপান বাংলাদেশকে প্রায় ১৫ লাখ টিকা উপহার দিল।

প্রথম দফায় জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেয়। দুই দফায় সব মিলিয়ে জাপান ৪৫ লাখ টিকা উপহার দিল।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
টিআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।