ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে টিকাদানে এগিয়ে শহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
হবিগঞ্জে টিকাদানে এগিয়ে শহর

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় মোট জনসংখ্যার ৪৯.২২ শতাংশ মানুষকে করোনা ভাইরাসের টিকাদান করে সফলতা অর্জন হলেও উপজেলাওয়ারি টিকাদানে বৈষম্যের শিকার হয়েছে জেলাটির হাওরবেষ্টিত ৩ উপজেলা। জেলা শহরের তুলনায় ওই ৩টি উপজেলার মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা যায়নি বিধায় এমনটি হয়েছে দাবি স্বাস্থ্য বিভাগের।


 
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এখন জনসংখ্যা ২৫ লাখ ৬ হাজার ১৭৮ জন। এর মধ্যে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১২ লাখ ৩৩ হাজার ৬২০ জনকে। যা মোট জনসংখ্যার ৪৯.২২ শতাংশ। দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট জনসংখ্যার ২৮.৫৩ শতাংশ অর্থাৎ ৭ লাখ ১৪ হাজার ৯০৬ জন।
 
উপজেলাওয়ারি প্রথম ডোজ টিকাদানের হিসেবে দেখা গেছে, শায়েস্তাগঞ্জসহ হবিগঞ্জ সদর উপজেলায় ৩ লাখ ৯৪ হাজার ৮১৩ জনের মধ্যে টিকা পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ২৮৮ জন, যা মোট জনসংখ্যার ৬১.৬২ শতাংশ। মাধবপুরে ৩ লাখ ৮২ হাজার ৭২৪ জনের মধ্যে টিকা পেয়েছেন ৫৩.৬৩ শতাংশ অর্থাৎ ২ লাখ ৫২ হাজার ৭১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৪৯.৯৭ শতাংশ, অর্থাৎ ১ লাখ ৩৭ হাজার ৮৪ জনের মধ্যে ৬৮ হাজার ৪৯৫ জন, বাহুবলে ৪৯.৮৬ শতাংশ অর্থাৎ ২ লাখ ৩৭ হাজার ৫৩৭ জনের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন, চুনারুঘাট উপজেলায় ৪৫.৬৭ শতাংশ অর্থাৎ ৩ লাখ ৬২ হাজার ৪৪২ জনের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৫৩৯ জন, নবীগঞ্জে ৪৩.৯ শতাংশ বা ৪ লাখ ১৪ হাজার ১১২ জনের মধ্যে ১ লাখ ৮১ হাজার ৮১৫ জন, বানিয়াচং উপজেলায় ৪৩.৮৭ শতাংশ বা ৩ লাখ ৯৮ হাজার ৯৩৭ জনের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৩০ জন এবং লাখাই উপজেলায় ১ লাখ ৭৮ হাজার ৫২৯ জনের মধ্যে টিকা পেয়েছেন ৭৫ হাজার ৭৩৮ জন। যা মোট জনসংখ্যার ৪২.৪২ শতাংশ।
 
দ্বিতীয় ডোজ নিয়েছেন, হবিগঞ্জ সদর উপজেলায় ১ লাখ ৫৮ হাজার ১৯৬ জন, মাধবপুরে ১ লাখ ২৪ হাজার ৮৫৪, আজমিরীগঞ্জে ৪৩ হাজার ৪০, বাহুবলে ৬৮ হাজার ১৯৪, চুনারুঘাটে ৯২ হাজার ৯৮৫, নবীগঞ্জে ৯৩ হাজার ৭২৮, বানিয়াচংয়ে ৮৯ হাজার ১৮৭ ও লাখাই উপজেলায় ৪৪ হাজার ৭২২।
 
উপজেলাওয়ারী টিকা প্রদানের চিত্র বিবেচনায় জনসংখ্যার তুলনায় টিকাপ্রাপ্তিতে বৈষম্যের শিকার হয়েছে হাওরাঞ্চলবেষ্টিত নবীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলা।
 
অন্যদিকে এক মাসে ১২ থেকে ১৮ বছর বয়সী ১ লাখ ৬৪ হাজার ২৫৬ জন ছাত্রছাত্রীকে করোনা ভাইরাসের টিকা দিতে পেরেছে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ। যা শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ। শিক্ষার্থীদের টিকাদানেও জেলা শহরের শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।
 
এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বাংলানিউজকে বলেন, শহর ও হাওরাঞ্চলের মানুষকে টিকা প্রদানে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। তবে হাওরাঞ্চলের মানুষকে শহরবাসীর তুলনায় সেরকমভাবে উদ্বুদ্ধ করা যায়নি বিধায় তারা কম টিকা পেয়েছেন। সামনের দিনে তাদের টিকায় অংশগ্রহণ বাড়াতে আরও বেশি কাজ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।