ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

যৌন হয়রানি, মমেক শিক্ষকের অপসারণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, ফেব্রুয়ারি ২৩, ২০২২
যৌন হয়রানি, মমেক শিক্ষকের অপসারণ দাবি

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজের  (মমেক) ৫৩ ব্যাচের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে খোদ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষকের নাম প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। তিনি মমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মমেক হাসপাতালের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

এ সময় তারা বলেন, প্রফেসর ডা. আবুল কালাম আজাদ নিয়মিত শিক্ষার্থীদের কু-প্রস্তাব দিয়ে আসছেন। তার কারণে আমাদের এক বড় আপু কলেজ ছেড়ে চলে গেছেন। আমরা এ ঘটনায় প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।  

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষকরা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাব? কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব? আমরা এ রকম শিক্ষক চাই না।  

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। তার দাবি, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, কেন বা কী কারণে শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছে তা জানা নেই।  

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ বুধবার বলেন, আমি কলেজে নেই, তবে ঘটনাটি শুনেছি। অভিযোগের বিষয়ে ভালো ভাবে জেনে খতিয়ে দেখা হবে। অভিযুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।