ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডাক্তার সেজে ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিলেন নার্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
ডাক্তার সেজে ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিলেন নার্স

গাজীপুর: গাজীপুরে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা ও ডাক্তার সেজে গর্ভপাতের অভিযোগে জনসেবা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত পরিচালকের নাম জাহানারা খাতুন।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মিরেরবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মিরেরবাজার এলাকায় লাইসেন্স ছাড়া জনসেবা স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিকটি পরিচালনা করে আসছিলেন জাহানারা খাতুন। তিনি নার্সিং প্রশিক্ষণ নিয়ে ডাক্তার সেজে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। বৃহস্পতিবার রোগীর গর্ভপাত করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে একই অভিযোগে জাহানারা খাতুনকে দুই মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল বলে জানান থান্দার কামরুজ্জামান। অভিযানে গাজীপুর সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩, মে ২৬, ২০২২ 
আরএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।