রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ৮ আগস্ট দুই জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া রামেকের আরটিপিসিআর ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষা হয়। এতে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনার শনাক্তের হার ২০ দশমিক ০ শতাংশ।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে এ জনের মৃত্যু হয়েছে।
ওই ব্যক্তির নাম মো. নাহিদ (৫৮)। তিনি রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা। হাসপাতালের ৩০ নম্বর (করোনা ওয়ার্ড) ওয়ার্ড চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল পরিচালক আরও বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত মোট ৪ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন এক জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন দুই জন। এছাড়া অন্য এক জন করোনা নেগেটিভ হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এসএস/এমএমজেড