ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

৭ লাখ টাকার স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিল চোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
৭ লাখ টাকার স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিল চোর প্রতীকী ছবি

চুরির মাল তাও আবার মূল্যবান স্বর্ণালংকার স্বেচ্ছায় ফেরত দিয়ে গেছে চোর। এমন ঘটনা কালেভদ্রে নেই বললেই চলে।

অথচ অবাক করার মতো বিরল এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি চুঁচুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ির বাড়িতে। পুলিশ ঘটনার তদন্ত করতেই চোর ওই বাড়িতে মূল্যবান স্বর্ণালংকার ফেরত দিয়ে গেছে।

সপ্তাহ খানেক আগে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয় বৃদ্ধা শোভনা লাহিড়ির বাড়ি থেকে। এ ঘটনায় থানায় অভিযোগ করেন ওই বৃদ্ধা। তদন্ত শুরু করার পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চুরির সামগ্রী ফেরত দিয়ে যায় চোর! এমন কাণ্ডে অবাক ওই এলাকার বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, হুগলি চুঁচুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড শুঁড়িপাড়ার বাসিন্দা শোভনা লাহিড়ির বাড়িতে গত ২০ ফেব্রুয়ারি চুরি হয়। সকাল সোয়া ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে শোভনার প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় চুঁচুড়া থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শোভনা বাড়ির নিচে তলার ঘরে থাকেন। দোতলার ঘরে থাকেন তার ছেলে দেবজিৎ, তার স্ত্রী এবং নাতি।

পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি চুঁচুড়ার স্বর্ণের দোকানগুলোতে খোঁজখবর শুরু করে। এর মধ্যেই শোভনা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুরি যাওয়া সব স্বর্ণালংকার একটি পুঁটুলিতে বাঁধা অবস্থায় কেউ ফেলে গেছে তার ঘরে। তাঁর দাবি, সকালে বাড়ির পরিচারিকা সুমনা দাস ঘর ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে পুঁটুলিটি দেখতে পান।  

পৌরসভার সাবেক কাউন্সিলর সঞ্জীব মিত্র বলেন, চুরির পর আমি দেবজিৎকে বলেছিলাম, চুরির সামগ্রী ফিরে পাবেন। কারণ এর আগে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। তাতে চুরি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করতেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে। এবারও একই ঘটনা ঘটলো। চোর বুঝতে পেরেছে চোরাই জিনিস হজম করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।