ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ভারত

আগরতলায় মোদির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
আগরতলায় মোদির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথ

আগরতলা (ত্রিপুরা): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা।

বুধবার (৮ মার্চ) রাজধানী আগরতলার সাবেক আস্তাবল ময়দান এবং বর্তমান স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় সময় বেলা ১১টার কিছুক্ষণ পর ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল সত্য দেওনারায়ণ আর্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

এদিন সবার আগে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা শপথ বাক্য পাঠ করেন। এরপর একে একে শপথ বাক্য পাঠ করেন রতনলাল নাথ, প্রাণজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিংকু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াতিয়া।  

এদের মধ্যে কেবল শুক্লাচরণ নোয়াতিয়া জোট শরিক আইপিএফটি দলের সদস্য।  

এই মন্ত্রিসভার ৯ সদস্যের মধ্যে চার জন নতুন। এরা হলেন- টিংকু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াতিয়া।

এ সময় মঞ্চে রাজ্যপাল এবং শপথ নেওয়া নতুন মন্ত্রিসভার সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখ।  

শপথ অনুষ্ঠান দেখতে এদিন প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এসসিএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।