ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে জাহানারা খাতুন (৪২) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।

জাহানারর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার খামিরদিয়া এলাকায়।

বুধবার (২৫ অক্টোবর) মুর্শিদাবাদে বোনের বাড়িতে মৃত্যু হয় তার।

জানা গেছে, গত ২ অক্টোবর চিকিৎসার জন্য ভারতে যান জাহানারা খাতুন। ওঠেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাগডাঙ্গা এলাকায় চান্দু বিবি নামে বোনের বাসায়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন জাহানারা।

মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা জাহানারাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় জাহানারার। ডোমকল থানা পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জাহানারার বোনের ছেলে হুমায়ুন কবির এ ব্যাপারে বলেন, দশ দিন আগে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর আমরা খালাকে বাড়িতে নিয়ে আসি। তার শ্বাসকষ্ট এবং হার্টের চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে হঠাৎ খালার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর নিস্তেজ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ভিএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।