ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ভারত

বাংলাদেশে সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদ জানালো আগরতলা প্রেসক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
বাংলাদেশে সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদ জানালো আগরতলা প্রেসক্লাব

আগরতলা(ত্রিপুরা): বাংলাদেশে বর্তমানে সাংবাদিকদের ওপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে রোববার(১১ আগস্ট) ক্লাবের সদস্যরা আগরতলা প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানানো হয়।

 সম্প্রতি বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০জনেরও বেশি সাংবাদিক। বাংলাদেশে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে আগরতলা প্রেসক্লাব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা।
 
এই কর্মসূচি প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, পেশাগত দায়িত্ব পালনের স্বার্থেই বাংলাদেশের অস্থির পরিস্থিতি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে পাঁচ জন সাংবাদিক খুন হয়েছেন। আহত হয়েছেন ১০০জনেরও বেশি সাংবাদিক। সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণের ঘটনা প্রমাণ করে মানুষের তথ্য জানার অধিকারের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।

সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার দাবি জানান।

এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে আগতলা প্রেসক্লাবে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আরো বলেন, ইতিমধ্যেই সাংবাদিকদের একাধিক আন্তর্জাতিক সংগঠন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের ওপর আক্রমণ বন্ধ না হলে পরে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনগুলো বিশ্বব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা,আগস্ট ১১,২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।