ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগরতলার বাজারগুলোতে যৌথ বাহিনীর অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগরতলার বাজারগুলোতে যৌথ বাহিনীর অভিযান 

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাসহ বিভিন্ন জেলার বাজারগুলোতে একাংশ অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হয়েছে। এর জেরে নাজেহাল সাধারণ মানুষের অবস্থা।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষদের মুক্তি দিতে এবার উদ্যোগ নিয়েছে প্রশাসন।  

সোমবার (৪ নভেম্বর) ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ, ভোক্তাবিষয়ক দপ্তর ও সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এদিন রাজধানী আগরতলার অন্যতম বড় মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নেমে বাজারের ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে।  

দোকান মালিকদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আধিকারিক প্রবীর দেববর্মা।  

তিনি জানান, মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন পাইকারি দোকানে অভিযান চালানো হয়েছে। সরষের তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন জিনিসের মূল্য যাচাই করা হয়েছে। তাতে অনেক গরমিল লক্ষ্য করা গেছে।  

প্রবীর দেববর্মা জানান, মহারাজগঞ্জ বাজারে অবৈধভাবে বাংলাদেশের ভোজ্য তেল বিক্রি করছে কিছু ব্যবসায়ী। আধিকারিকরা অভিযান চালিয়ে দোকানটি সাময়িক কালের জন্য বন্ধ করে দেন। এর পাশাপাশি একটি চালের দোকানেও অভিযান চালানো হয়েছে। দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে। সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।