ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভারতে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যে কারণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ভারতে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যে কারণে

কলকাতা: ভারতের কলকাতা থেকে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে ভারতের জি নিউজের বাংলা সংস্করণ ‘২৪ ঘণ্টা’।

গ্রেপ্তার সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। কলকাতা পুলিশ এ নিয়ে মুখ না খুললেও জানা যাচ্ছে, গ্রেপ্তাররা হলেন সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন ও ওই জেলার এক সদস্য ইলিয়াস হোসেন জুয়েল।

জানা গেছে, রোববার (৮ ডিসেম্বর) রাতে কলকাতার নিউটনের আভিজাত্য আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তাদের গ্রেপ্তার করেছে শিলং পুলিশ। এই গ্রেপ্তারে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ।  

বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় সঞ্জীবা গার্ডেনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে। যদিও সেই হত্যার সঙ্গে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা জড়িত নন বলেই জানা গেছে।

জানা যায়, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশ ছেড়ে পালিয়েছেন দলটির অনেক নেতাকর্মী। তাদের মধ্যেই আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে যান মেঘালয়ের শিলংয়ে। সেখানে গা ঢাকা দেওয়ার সময় একটি ঘটনা ঘটে।

জি নিউজের ‘২৪ ঘণ্টা’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘সেখানে গা ঢাকা দেওয়ার সময় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিতা মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরও দুজন পলাতক।

পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবসার আজিজ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।

জানা যায়, ওই দুইজনও নিউটাউনের ফ্ল্যাটে উঠেছিলেন। কিন্তু পুলিশের তল্লাশি চালানোর সময় তারা ফ্ল্যাটে ছিলেন না। যে কারণে তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অবশ্য বিভিন্ন মহলে যোগাযোগ করেও মামলাটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত হতে পারেনি বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।