ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ভারত

কলকাতায় চলছে ভোট, পরিস্থিতি শান্তিপূর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
কলকাতায় চলছে ভোট, পরিস্থিতি শান্তিপূর্ণ ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় তিনটি জেলায় মোট ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনে মোট ১ দশমিক ২ কোটি ভোটার ভোট দিয়ে ৩২৯ জন প্রার্থীর মধ্যে ৫৩ জনকে নির্বাচিত করবেন। দু’একটি ঘটনা ছাড়া মোটামোটি শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট।

শনিবার (৩০ এপ্রিল) ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকেই বুথগুলোর সামনে লম্বা লাইন চোখে পড়েছে। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ।

কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলী জেলায় ভোটগ্রহণ চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ভিএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।