ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ভারত

ভারত থেকে দেখা যাবে বুধের সূর্য পরিক্রমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ৬, ২০১৬
ভারত থেকে দেখা যাবে বুধের সূর্য পরিক্রমা

কলকাতা: রোববার (৮ মে) ভারত থেকে দেখা যাবে বুধের সূর্য পরিক্রমা। এদিন বিকেল ৪টা ১৪ মিনিটে আকাশে চোখ রাখলে দেখতে পাবেন অস্ত হতে যাওয়া সূর্যের গা দিয়ে এগিয়ে চলেছে একটি কালো বিন্দু।

এটিই বুধ গ্রহ।

পুরো ঘটনাটি ঘটবে ৭ ঘণ্টা ৩০ মিনিট ধরে। তবে ভারত থেকে দেখা যাবে সর্বাধিক ২ ঘণ্টা ৪৫ মিনিট। ভূবিজ্ঞান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন জায়গার সূর্যাস্তের বিভিন্ন সময়ের জন্য কোথাও কম আবার কোথাও বেশি সময় ধরে এ দৃশ্য দেখা যাবে। বিকেল ৪টা ৪১ মিনিট থেকে দেশের একেবারে পূর্বের অংশের লোকেরা ১ ঘণ্টা এ দৃশ্য প্রত্যক্ষ করবেন। তবে ভারতের একেবারে পশ্চিমে গুজরাটে ২ ঘণ্টা ৪৫ মিনিট এ দৃশ্য দেখা যাবে।

বাইনোকুলার অথবা সোলার ফিল্টার লাগানো টেলিস্কোপের সাহায্য এ দৃশ্য দেখা যাবে। একটি সাদা বোর্ডে সূর্যের প্রতিচ্ছবি ফেলে টেলিস্কোপের সাহায্যেও এ দৃশ্য দেখা যাবে। খালি চোখে সূর্যের দিকে যেহেতু তাকানো যায় না, সেজন্য ফিল্টারের মতো কালো পলিমার বা ওয়েল্ডিং গ্লাসের সাহায্যেও এ ঘটনা যাবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ৬, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।