ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ভারত

রউনুর প্রভাবে কলকাতায় ঝড়-বৃষ্টির শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
রউনুর প্রভাবে কলকাতায় ঝড়-বৃষ্টির শঙ্কা

কলকাতা: ভোটের বাক্সে কোন দল ঝড় তুলবে সে কথা জানার আগেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের আকাশে ঝড় তুলবে সাইক্লোন ‘রউনু’। রউনু-এর এই ঝড় মঙ্গলবার (১৮ মে) আছড়ে পড়তে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে।

৯০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে চলবে বৃষ্টি।
 
আর এই ঝড়ের প্রভাবেই নির্বাচনের ফল ঘোষণার আগেই ঝড় উঠবে পশ্চিমবঙ্গের আকাশেও। ভারতের আবহাওয়া অধিদফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে জন্ম নেওয়া গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে এসে সাইক্লোনের আকার নেবে বলে অনুমান করা হয়েছে। ঝড় আছড়ে পড়তে পারে উড়িষ্যা উপকূলেও।
 
এই কারণে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।