ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় কবি নজরুলের জন্মবার্ষিকীতে নান‍া আয়োজন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২৫, ২০১৬
ত্রিপুরায় কবি নজরুলের জন্মবার্ষিকীতে নান‍া আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নানা আয়োজনে ত্রিপুরা রাজ্যজুড়ে উদযাপিত হলো বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১১৯তম জন্মবর্ষিকী।
বুধবার (২৫ মে) দুপুরে এ উপলক্ষে নজরুল স্মৃতিমঞ্চের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।



রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

মন্ত্রী সহিদ চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। কবি নজরুলকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা সবাই কবি নজরুলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা নজরুল গীতি ও নজরুল নৃত্য পরিবেশন করেন।

রাজ্যের বিভিন্ন মহকুমাতেও সরকারি-বেসরকারি উদ্যোগে উদযাপিত হচ্ছে কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।