ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পেট্রাপোলের পর বুধবার থেকে খুলছে চ্যাংড়াবান্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০২০
পেট্রাপোলের পর বুধবার থেকে খুলছে চ্যাংড়াবান্ধা

কলকাতা: পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার পেট্রাপোল সীমান্ত খুলে যাবার পর বুধবার (১ জুলাই) থেকে খুলছে কোচবিহার জেলার ভারত-বাংলাদেশের চ্যাংড়াবান্ধা সীমান্ত। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার (৩০ জুন) সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন।

মমতা বলেন, লকডাউনের পর থেকেই চ্যাংড়াবান্ধা বন্ধ আছে। কিছুদিন ধরে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছিল ওই বন্দরটা খোলার জন্য।

ওই পথ দিয়ে দু’দেশেই পণ্য আদান-প্রদান হয়। এছাড়া বর্তমানে ওই সীমান্তে অনেক পণ্যবাহী ট্রাক আটকে আছে। পাশাপাশি এ বিষয় নিয়ে লোকাল ব্যবসায়ীরাও অনেকদিন ধরে তাদের ব্যবসার সমস্যার কথা বলে আসছিলেন। ফলে মালবাজার অন্তর্গত চ্যাংড়াবান্ধা খুলে দেওয়া হচ্ছে বুধবার থেকে। এর আগে গত ৭ জুন খোলা হয়েছিল বনগাঁ অঞ্চলের পেট্রাপোল সীমান্ত।

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় প্রায় তিনমাস বন্ধ ছিল দু’দেশের সীমান্ত। সাধারনের যাতায়াতের পাশাপাশি বন্ধ ছিল সবরকম ব্যবসা-বাণিজ্য। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বাণিজ্যের কারণে সীমান্ত খোলার কথা বারবার বলে আসছিল কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
ভিএস/ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।