ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

করোনা আক্রান্ত এমপি ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
করোনা আক্রান্ত এমপি ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়

কলকাতা: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের করোনা পজিটিভ এসেছে।

শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের হুগলি জেলার সংসদ সদস্য টুইটারে লিখেছেন, ‌‘হাল্কা জ্বর রয়েছে।

গত এক সপ্তাহ ধরে সেল্ফ আইসোলেশনে রয়েছি। আমি কেমন আছি, সে ব্যাপারে আমি নিজেই জানাবো। এ বিষয়ে আমার সঙ্গে এ মুহূর্তে কারও যোগাযোগ না করাই ভালো। ’

টুইটের শেষ অংশে তিনি লিখেছেন, ‘অল ইজ ওয়েল’।

প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিতে রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ লকেট চট্টোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে প্রায়শই গর্জে ওঠেন লকেট। তার অভিনয় ক্যারিয়ার থেকে রাজনীতিতে পা দিয়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছেন বিজেপি এ সংসদ সদস্য।

তবে এর আগে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা-নেত্রীরা। কিছুদিন আগে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফলতার তৃণমূল জনপ্রিয় বিধায়ক তমোনাশ ঘোষ। করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তবে তিনি সুস্থ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।