ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বাবরি মসজিদ মামলার রায় বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
বাবরি মসজিদ মামলার রায় বুধবার

কলকাতা: ২৮ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয় বাবরি মসজিদ। তিন দশক বাদে বুধবার (৩০ সেপ্টম্বর) আলোচিত এ মামলার রায় ঘোষণা।

রায় ঘোষণা করবেন লখ্‌নৌয়ের বিশেষ সিবিআই আদালত।

ঘটনার প্রায় তিন দশক বাদে এ দিনের রায়েই ভাগ্য নির্ধারিত হবে লালকৃষ্ণ আদভানি, উমা ভারতী, মুরলী মনোহর যোশীদের মতো বিজেপির প্রথম সারির নেতাসহ ২৮ জনের। যদিও মামলা হয়েছিল ৫০ জন নেতা বিরুদ্ধে। কিন্তু অনেকেই এখন বেঁচে নেই।

রায় দেওয়ার সময় অভিযুক্তদের এদিন আদালতে হাজির থাকার নির্দেশ আগেই দিয়েছিলেন আদালত। তবে বয়সের কারণে আদভানি, যোশী ভিডিও কলিংয়ে উপস্থিত থাকবেন। বাকিদের হাজির থাকতে হবে আদালতে।

মামলায় অভিযুক্ত ৩২ জনের মধ্যে উল্লেখযোগ্য সাবেক উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানি ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেত্রী উমা ভারতী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুরলিমনোহর যোশী, বিনয় কাটিহার, সাক্ষী মহারাজ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।