ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে কমেছে সক্রিয় শনাক্তের সংখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ভারতে কমেছে সক্রিয় শনাক্তের সংখ্যা ...

কলকাতা: ভারতে দৈনিক করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা নিম্মমুখী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজার ২১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ২ হাজার ৬৮১ জন।

শনিবার (১৭ অক্টোবর) এক টুইট বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, একটি উল্লেখযোগ্য মাইলস্টোন পার করেছে ভারত। গত দেড় মাস পরে প্রথমবার সক্রিয় শনাক্তের সংখ্যা আট লাখের নিচে নেমেছে। মোট আক্রান্তের মাত্র ১০ দশমিক ৭ শতাংশের শরীরে এখনও করোনা ভাইরাস রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সুস্থতার সংখ্যাও প্রতিদিন বাড়ছে। এখন অবধি ৬ কোটি ৫২ লাখ ৪ হাজার ৫৯৫ জন করোনামুক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭০ হাজার ৮১৬ জন। সব মিলিয়ে ভারতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৭৮ শতাংশ।

গত ১ সেপ্টেম্বর দেশটিতে সক্রিয় শনাক্তের সংখ্যা ছিল ৭ লাখ ৮৫ হাজার ৯৯৬ জন। তারপর থেকে সেই সংখ্যাটা ক্রমশ বাড়ছিল। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১০ লাখ ১৭ হাজার ৭৪৫ জন। তবে তারপর থেকে ক্রমশ কমতে শুরু করেছে সক্রিয় শনাক্তের সংখ্যা।  সেই রেশ বজায় রেখে শনিবার সক্রিয় শনাক্তের সংখ্যা আট লাখের নিচে নেমে এসেছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। দৈনিক গড়ে ৩ হাজার জনের শরীরে করোনা শনাক্ত হচ্ছে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে দিনে চার হাজার করোনা রোগী খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ১৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৩ হাজার ৭৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ১৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১ জনের। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন। মোট করোনামুক্ত হলেন ২ লাখ ৭৪ হাজার ৭৫৭ জন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।