ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিজয় দিবসে কলকাতায় আসছেন ৩০ জন বীর মুক্তিযোদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বিজয় দিবসে কলকাতায় আসছেন ৩০ জন বীর মুক্তিযোদ্ধা

কলকাতা: প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের সঙ্গে গভীর মর্যাদায় বিজয় দিবস পালন করতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অভ্যর্থনায় একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ৩০ জন বীর মুক্তিযোদ্ধা কলকাতায় আসছেন।

তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ কর্মকর্তা এবং তাদের স্ত্রী ও পরিবারের সদস্যরাও কলকাতায় আসবেন।

শনিবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার সেনাপ্রধান মেজর জেনারেল সূর্যচক্র ভি. শ্রী হরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ অন্যান্য কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আনন্দবাজারের প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত।

বাংলাদেশি অতিথিদের আসার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তরফে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বরে। তবে চলমান করোনা মহামারির জন্য প্রতি বছরের তুলনায় এবারের বিজয় দিবসের অনুষ্ঠানে অনেক কাটছাঁট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।