ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ভারত

কলকাতায় পূজা উদ্বোধনের ঢেউ, শহরজুড়ে মমতা-দাদা-মহাগুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
কলকাতায় পূজা উদ্বোধনের ঢেউ, শহরজুড়ে মমতা-দাদা-মহাগুরু

কলকাতা: পশ্চিমবঙ্গের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। কেনইবা তা চারদিনে সীমাবদ্ধ থাকবে! তার ওপর কলকাতার দুর্গাপূজাকে এ বছর বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

আর তাই এবারের দুর্গাপূজার আনন্দকে সম্প্রসারণ করার কথা আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ অক্টোবর পূজা শুরু হবে। তার আগেই পূজা উদ্বোধন পর্ব শুরু হয়ে গেছে শহরে।

গত বৃহস্পতিবার থেকে পরপর কয়েকটি পূজামণ্ডপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সোমবারও (২৬ অক্টোবর) উদ্বোধনের ঢেউ তুলেছিলেন মমতা। শহরের রাজপথে নামলেন জননেত্রী। এদিন ১৩টি পূজা উদ্বোধন করেছেন তিনি।

তবে পূজা উদ্বোধনে শুধু মমতাই শামিল নন, বাংলার আরও দুই আইকন সৌরভ গাঙ্গুলী ও মিঠুন চক্রবর্তীও রয়েছেন মাতৃ আরাধনার শুভ সূচনায়। সৌরভের পাড়ার পূজা ‘বড়িশা প্লেয়ার্স কর্নার’ এবার শারদোৎসবের সুবর্ণজয়ন্তী। কাকতালীয়ভাবে ওই পাড়ার দাদা সৌরভও কয়েকদিন আগে ৫০ বছরে পা দিয়েছেন। ফলে বড়িশায় দাদাই এবার সেই পূজার থিম। থিমের নাম 'মহারাজার ৫০ এ ৫০'। বিগত বছরগুলোয় এ পূজার উদ্বোধন থেকে বিসর্জন, সবতেই পাওয়া যায় সৌরভকে। যদিও এবার অনেক আগেই পূজার উদ্বোধন করলেন দাদা। উল্ল্যেখযোগ্য বিষয় হলো পূজার কটা দিন দাদা কলকাতার বাইরে থাকেন না।

এছাড়া বেশ কয়েকটি পূজা এদিন উদ্বোধন করেছেন সৌরভ। রাজপুর লেবুতলা সার্বজনীন পূজার উদ্বোধন করেছেন দাদা। আয়োজকদের পক্ষ থেকে সৌরভকে সম্মান জানিয়ে অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল 'দাদার স্পর্শে, মায়ের বোধন'। হবে নাইবা কেন? ‘দাদার স্পর্শে ভারতীয় ক্রিকেটের পটভূমির পরিবর্তন, সেরা অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি। সে কারণেই অনুষ্ঠানের এ নাম। ’ এমনই অভিমত পূজা কমিটির।

বাংলার আরেক আইকন মহাগুরু মিঠুন চক্রবর্তী। গত সোমবার বালুরঘাট নিউটন ক্লাবের পূজা উদ্বোধন করেছিলেন। এদিন বিকেলে তিনি চলে এসেছেন কলকাতায়। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজার উদ্বোধন করলেন একদা উত্তর কলকাতায় দীর্ঘ সময় কাটানো মিঠুন।

কলকাতার দুর্গাপূজাকে এ বছর বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে গত ১ সেপ্টেম্বর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন মমতা। রেডরোডে হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেদিন বিশিষ্টদের সঙ্গে মমতার পাশে ছিলেন বাংলার দাদা সৌরভও।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।