ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে শাওমির নতুন স্মার্টফোন ‘রেডমি ১২সি’

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
দেশে শাওমির নতুন স্মার্টফোন ‘রেডমি ১২সি’

ঢাকা: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ১২সি’ উন্মোচন করেছে। স্মার্টফোনেটিতে আছে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী মিডিয়াটেক চিপ ও স্টানিং ডুয়েল ক্যামেরা সেটআপ, যা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের কর্মক্ষমতাকে পরবর্তী স্তরে নিয়ে গেছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি বাংলাদেশ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসরের রেডমি ১২সি নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস এ দামে ফোনটি ব্যবহারকারীদের সর্বোচ্চ পারফরম্যান্স দেবে।   

রেডমি ১২সি স্মার্টফোনটিতে আছে ২.০ গিগাহার্জের মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসর ও মালি-জি৫২ গেমিং জিপিইউ। এর পাশাপাশি ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাব ডিভাইসটিতে অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেবে। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করবে সারাদিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা। রেডমি ১২ সিরিজের সর্বশেষ ফোনগুলোতে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং, আর এর বক্সে থাকা ১০ ওয়াটের চার্জার ব্যবহারকারীদের খুব অল্প সময়েই ফোনটি চার্জ করতে সাহায্য করবে।  

রেডমি ১২সি স্মার্টফোনটি আসছে অসাধারণ ৬.৭১ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে নিয়ে, যার রেজ্যুলেশন ১৬৫০*৭২০ পিক্সেল। কোনো কিছু পড়ার ক্ষেত্রে স্ক্রিনের লাইট চোখকে আরামদায়ক অভিজ্ঞতা দেয়।  

সহজেই দুর্দান্ত ছবি তোলার অভিজ্ঞতা দিতে রেডমি ১২সি স্মার্টফোনে দেওয়া হয়েছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ব্যবহারকারীরা মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। ব্যবহারকারীদের দৈনন্দিন কর্মকাণ্ডের সেরা সব সেলফি নিতে ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।  

গ্রাফাইট গ্রে, ওশান ব্লু  ও মিন্ট গ্রিন- এ তিনটি স্টাইলিশ কালারে রেডমি ১২সি সারা দেশে যাচ্ছে। ফোনটি ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।