ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পাকুন্দিয়ায় আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
পাকুন্দিয়ায় আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা হাজী জাফর আলী কলেজে চারতলা আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুই কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।  

এ উপলক্ষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হাজী জাফর আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ ইউসুফ হোসেন তপু।  

কলেজটির প্রভাষক তরীকুল হাসান শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান, অধ্যক্ষ নারায়ণ নাথ, ইউনাইটেড ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এজেএম বজলুর রহমান, প্রভাষক আতাউর রহমান সোহেল, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, এগারসিন্দুর ঈশাখান উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা এনামুল হাসান রাজীব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।