ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা

ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে সংশ্লিষ্ট প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি খেরসন, মাইকোলাইভের দক্ষিণাঞ্চল ও জাইটোমিরের পশ্চিমাঞ্চলে বিমান হামলার অ্যালার্ম বেজে ওঠে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে করা এক পোস্ট বলেছে, ‘রাজধানীতে বিমান সতর্কতা জারি করা হয়েছে! দয়া করে আশ্রয়ে যান!’

যদিও এখন পর্যন্ত কোথাও কোনো হামলার খবর পাওয়া যায়নি।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ একটি অচলাবস্থায় সৃষ্টি করেছে। এই যুদ্ধে রাশিয়া বা ইউক্রেন কেউই উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হচ্ছে না।

‘পরিস্থিতি কেবল এক জায়গায় আটকে আছে...এটি নড়ছে না। ’

তিনি বলেন, রাশিয়া এই যুদ্ধের শেষ প্রান্তে ছিল। তবে ইউক্রেনকে সব দিক দিয়ে তারা পরাজিত করতে পারেনি। আবার ইউক্রেনও পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তার জন্য অপেক্ষা করছে।

সূত্র- দ্য গার্ডিয়ান, বিবিসি

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।