ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোদির মা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
মোদির মা আর নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

মায়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে স্রষ্টার কাছে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন। ’

অপর একটি টুইটে মোদি লিখেছেন, শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে ও জীবন যাপন করো শুদ্ধভাবে। ’

গত মঙ্গলবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোদির মা। পরে থাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি।

যেদিন হীরাবেনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেদিনও মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।