ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, অক্টোবর ১৮, ২০২৫
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে আফগান প্রদেশ পাকতিকার তিনটি স্থানে এই হামলা চালানো হয়।

এতে অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

একজন তালেবান কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই হামলার জবাব আফগানিস্তান দেবে।

হামলার পর আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পরিস্থিতি শান্ত করতে শনিবার (১৮ অক্টোবর) দোহায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে। এতে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নিয়েছে। পাকিস্তানের পক্ষে অংশ নিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক।

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, হামলার সময় স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া তিনজন খেলোয়াড়সহ আটজন নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আফগানিস্তান আগামী মাসে পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বোর্ডটি।

পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেছেন, তাদের বিমান ‘হাফিজ গুল বাহাদুর গ্রুপ’ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। ইসলামাবাদ বলছে, সম্প্রতি এই গোষ্ঠীর আত্মঘাতী হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছিলেন।

অন্যদিকে আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, কান্দাহারের স্পিন বোলদাক জেলায় পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আরও অন্তত ৪০ জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: এএফপি, টিওলস নিউজ, আফগান টাইমস

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।