২০২২ সাল গড় তাপমাত্রার হিসেবে ছিল ফ্রান্সের উষ্ণতম বছর। গত বছর দেশটি বৃষ্টিপাতের হারও ছিল সর্বনিম্ন।
শুক্রবার (৬ জানুয়ারি) ফরাসি জাতীয় আবহাওয়া কার্যালয় এ তথ্য দিয়েছে। খবর: ফ্রান্স টোয়েন্টি ফোর
জানা গেছে, ২০২২ সালে ফ্রান্সের গড় তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালে যা ছিল ১৪.০৭ ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে ফ্রান্সের আবহাওয়া দপ্তর। ১৯৮৯ সালের পর ২০২২ সালেই সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ফ্রান্সে। গেল বছর গড় বৃষ্টিপাতের চেয়েও ২৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে সেখানে।
তাপমাত্রার উল্মফনের কারণে দাবদাহ, খরা ও বনে আগুন লাগার ঘটনা ঘটছে দেশটিতে। পরিস্থিতি সামাল দিতে জরুরি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দেশটির পরিবেশ ও জলবায়ু বিজ্ঞানীরা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করছেন।
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
জেডএ