ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে চীনা প্রকৌশলীর জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে চীনা প্রকৌশলীর জেল

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনের এক প্রকৌশলীকে আট বছরের জন্য দণ্ড দেওয়া হয়েছে।  

উড়োজাহাজ চলাচল বাণিজ্যের গোপন তথ্য চুরি সংক্রান্ত এক মামলায় তিনি দণ্ডিত হলেন।

 

দণ্ড পাওয়া ৩১ বছর বয়সী এই চীনা প্রকৌশলীর নাম জি চাওকুন।  

মার্কিন কর্তৃপক্ষ বলছে, তিনি চীনের প্রধান রাষ্ট্রীয় একটি গোয়েন্দা ইউনিটের নির্দেশনায় কাজ করছিলেন।  

গেল সেপ্টেম্বরে তিনি গুপ্তচরবৃত্তি এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে মিথ্যা বিবৃতি দেওয়ার কারণে তিনি দোষী সাব্যস্ত হন।  

বিচার বিভাগের দেওয়া বিবৃতি থেকে জানা গেছে, জি স্টুডেন্ট ভিসা নিয়ে এক দশক আগে যুক্তরাষ্ট্রে আসেন।  

সম্ভাব্য নিয়োগের জন্য আট ব্যক্তির সম্পর্কে জিয়াংসু প্রদেশের রাজ্য নিরাপত্তা মন্ত্রণালয়কে তথ্য দেওয়ার অভিযোগে তিনি অভিযুক্ত হন।  

২০১৮ সালের সেপ্টেম্বরে জি গ্রেফতার হন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।