ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বিষাক্ত রাসায়নিকে পাকিস্তানে ১৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
বিষাক্ত রাসায়নিকে পাকিস্তানে ১৬ জনের প্রাণহানি

পাকিস্তানের করাচিতে গেল ১৬ দিনে কারখানার বিষাক্ত রাসায়নিকে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। আল জাজিরা এই খবর জানিয়েছে।

 

সিন্ধ প্রদেশের স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে  করাচির কেয়ামারি জেলার পার্শ্ববর্তী আলি মোহাম্মদ গোথ শহরের এসব প্রাণহানির কথা নিশ্চিত করে। ১০ থেকে ২৬ জানুয়ারি এসব প্রাণহানি ঘটে।  

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এসব মৃত্যুর কারণ হলো বেশ কয়েকটি রাসায়নিক। এসব রাসায়নিকের কারণে ফুসফুসের রোগ সৃষ্টি হয়।  

এতে আরও বলা হয়, আক্রান্ত অঞ্চলে নিউমোনিয়ার চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। অধিকতর তদন্ত চলছে।  

স্বাস্থ্য বিভাগ বলছে, বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের গ্রামের দুটি কারখানা থেকে বাজে গন্ধ আসে। এতে শ্বাসরোধ হয়ে আসে।  

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র মেহার খুরশিদ বলেন, যারা মারা গেছেন, তারা জ্বরে ভুগছিলেন। তাদের গলা ব্যথাসহ শ্বাসকষ্ট ছিল।

তিনি আল জাজিরাকে বলেন, পাঁচ-সাত দিন অসুস্থ থাকার পরই মৃত্যুগুলো হচ্ছে। উপসর্গ থাকা রোগীদের পরীক্ষা করে কোনো র‍্যাশ পাওয়া যায়নি। তবে কনজাঙ্কটিভিটিস উপস্থিত ছিল। বাসিন্দারা বাজে গন্ধ নিয়ে বিরক্তির পাশাপাশি উদ্বিগ্ন।  

ওই শহরের বাসিন্দা হাফিজ লেগারি আল-জাজিরাকে বলেন, যারা মারা গেছেন, তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক। বাকিদের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।  

তিনি বলেন, এই অঞ্চলে গ্যাস নিঃসরণকারী কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। কর্মকর্তা লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত করছে।  

প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এক বিজ্ঞপ্তিতে দুঃখ জানিয়েছেন এবং তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।