ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্মাচরণে বাধা, সিপিএমের স্বীকৃতি বাতিলের আবেদন

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

কলকাতা: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিএম তাদের দলীয় সদস্যদের ধর্মাচরণে বাধা দিচ্ছে। এই অভিযোগে দলটির স্বীকৃতি বাতিলের দাবিতে ভারতের নির্বাচন কমিশনে আবেদন করলেন সিপিএমের সাবেক সাংসদ কে এস মনোজ।

  বর্তমানে কেরালার এই রনেতা দল থেকে বহিষ্কৃত ।

আজ মনোজ তার আবেদনে বলেছেন, ‘ দলের নেতা ও সদস্যদের ‘শুদ্ধিকরণ অভিযানের’ নামে প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে সিপিএম। ধর্মীয় বিশ্বাস না ছাড়লে কেউ সিপিএমের দলীয় পদে বা নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন পাবে না। ’

তিনি আবেদনে অভিযোগ করেছেন, কারও ধর্মচরণের অধিকারে হস্তক্ষেপ করে এমন নির্দেশ ভারতীয় সংবিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই নির্বাচন কমিশন সিপিএমের স্বীকৃতি বাতিল করুক।

তিনি আরো বলেছেন, ধর্মাচরনে বাধা দিয়ে দলীয় সদস্য তো বটেই তাদের পরিবার পরিজনদেরও সাংবিধানিক অধিকার খর্ব করছে সিপিএম।

উল্লেখ্য, সম্প্রতি কেরলে সিপিএমের রাজ্যকমিটি নির্দেশ দিয়েছে, দল-নেতাদের পরিবারেরও কেউ মন্দির-মসজিদ-গির্জায় যেতে পারবে না।

ভারতীয় সময়: ০৯৩০ ঘন্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।