ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে লাশ বহনের ব্যাগের সংকট

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
তুরস্কে লাশ বহনের ব্যাগের সংকট

সালাহ আবুলগাসেম, ইসলামিক রিলিফ নামে একটি দাতব্যসংস্থার সহায়তাকর্মী। যুক্তরাজ্য থেকে তিনি তুরস্কে ভূমিকম্পে আঘাত হানা অঞ্চল গাজিয়ান্তেপে এসেছেন মানবিক কার্যক্রমে সাহায্য করতে।

 

বিবিসি রেডিও ৫ লাইভে তিনি নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, লাশ বহনের পর্যাপ্ত ব্যাগের সংকট রয়েছে।

সালাহ বলেন, অনেকে যুদ্ধ অঞ্চল, অনেক দুর্যোগ অঞ্চলে গিয়েছি। এটি আমার দেখা অন্যতম ধ্বংস হয়ে যাওয়া অঞ্চল।  

তিনি বলেন, প্রথম ৭২ ঘণ্টায় ভূমিতে গুরুত্ব দেওয়া হয় এবং চেষ্টা করা হয় যত সম্ভব জীবিত মানুষকে বের করে আনা যায়।  

সালাহ আবুলগাসেম বলেন, সময়ের বিপরীতে এটি সত্যিকারের দৌড়।

তিনি বলেন, উদ্ধারকারীরা মরদেহ বহনের জন্য আরও ব্যাগের আবেদন জানাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে এতই পরিমাণ মরদেহ উদ্ধার করা হচ্ছে।  
 
সহকর্মীদের কাছ থেকে খবর পেয়েছি, সিরিয়ায় মরদেহ এতই পরিমাণে যে, সেখানে গণকবর খুঁড়তে হচ্ছে।  

সোমবার ভোরের দিকে শক্তিশালী একটি ভূমিকম্প তুরস্কে আঘাত হানে। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। তুরস্ক ও সিরিয়ায় বহু মানুষ হতাহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।