ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে আবারও সেনা অভ্যুত্থান হতে পারে: মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
পাকিস্তানে আবারও সেনা অভ্যুত্থান হতে পারে: মোশাররফ

লন্ডন: পাকিস্তানের সেনাবাহিনী আরও একটি সেনা অভ্যুত্থান ঘটাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক  প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। নতুন দল গঠন ও দেশটির রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এ তিনি একথা বললেন।

   

সেনা প্রধান আশফাক পারভেজ কায়ানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকারের বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারে বলে অবসরপ্রাপ্ত এ জেনারেল সতর্ক করে দেন।  

১৯৯৯ সালের সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং ২০০৮ সালে সরে দাঁড়ানোর পর থেকে লন্ডনে বসবাসরত মোশাররফের কাছে চলতি সপ্তাহে কায়ানি, জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বৈঠকের প্রমাণ আছে বলে জানান তিনি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে লন্ডনের ইন্টেলিজেন্স স্কোয়ার্ড ডিবেটিং ফোরামকে মোশাররফ বলেন, ‘আপনারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বেঠকের ছবি দেখেছেন এবং এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করছি যে তারা আবহাওয়া নিয়ে আলোচনা করছিলেন না। ’

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে আলোচনা চলছে এবং এসময় নিশ্চিতভাবে সেনা প্রধানের কাছ   থেকে সব ধরনের চাপ আসছে। ’

১৯৯৮-১৯৯৯ পর্যন্ত সেনা প্রধান থাকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের জন্য তার উপরও একই ধরনের চাপ আসে বলেও জানান তিনি।
 
এ বিষয়ে তিনি বলেন, ‘সে সময় পাকিস্তানের অবস্থা খারাপ ছিলো এবং রাজনীতিবিদ, নারী-পুরুষ সবাই আমাকে একথাই বলছিলো পাকিস্তানের ভালর জন্য কেন আমি কোনো পদক্ষেপ নিচ্ছিনা?’

‘এখন আমি এই উভয় সংকটে আছি যে কোনো সাংবিধানিক বাঁধা না থাকা সত্ত্বেও কেন সেনা প্রধান এ কাজটি করছেন না?’

পাকিস্তানের মৃতপ্রায় অর্থনীতির পুনরুদ্ধার, তালেবান জঙ্গিদের হুমকি এবং দেশটির ইতিহাসের ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় জারদারি সরকারের সমালোচনা করেন তিনি।

এদিকে ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নতুন দল গঠন করার বিষয়টি শুক্রবার মোশাররফ নিশ্চিত করলেও পাকিস্তানে ফিরে যাওয়ার বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি। পাকিস্তানে তার বিরুদ্ধে প্রতারণার মামলা আছে।  

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর অর্ধ শতক দেশটি শাসন করে পাকিস্তানের শক্তিশালী  সেনাবাহিনী।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।